“যুদ্ধ ছাড়াও মরণ থাকে।”- এখানে ক্ষুধার কষ্টে বোঝানো হয়েছে। মৃত্যুকে যুদ্ধ শুরু হলে পাকিস্তানি হানাদার আর রাজাকাররা মিলে শুধু মানুষ মারেনি, তারা মানুষের খাবারও কেড়ে নিয়েছে। জ্বালিয়ে দিয়েছে হাটবাজার। ফলে দেশে দারুণ খাদ্যসংকট সৃষ্টি হয়েছে। প্রশ্নোত্ত কথাটি কুন্তির। তার শাপলা তুলে আনার কারণ হলো, তাদের ঘরে কোনো খাবার নেই। শাপলা রান্না হলে তবেই তারা খাবে। যুদ্ধ ছাড়াও মরণ’ বলতে ক্ষুধার এই দারুণ কষ্টকে বোঝানো হয়েছে।
Zayn
“যুদ্ধ ছাড়াও মরণ থাকে।”- এখানে ক্ষুধার কষ্টে বোঝানো হয়েছে। মৃত্যুকে যুদ্ধ শুরু হলে পাকিস্তানি হানাদার আর রাজাকাররা মিলে শুধু মানুষ মারেনি, তারা মানুষের খাবারও কেড়ে নিয়েছে। জ্বালিয়ে দিয়েছে হাটবাজার। ফলে দেশে দারুণ খাদ্যসংকট সৃষ্টি হয়েছে। প্রশ্নোত্ত কথাটি কুন্তির। তার শাপলা তুলে আনার কারণ হলো, তাদের ঘরে কোনো খাবার নেই। শাপলা রান্না হলে তবেই তারা খাবে। যুদ্ধ ছাড়াও মরণ’ বলতে ক্ষুধার এই দারুণ কষ্টকে বোঝানো হয়েছে।