“দিন দিন ওদের দাপট বাড়ছে।”- রাজাকারদের এ কথা বলার কারণ হলো তারা মুক্তিযোদ্ধাদের আগমনকে কল্পনা করে ভয় পেয়েছে। বুধাদের গ্রামে যখন পর্যন্ত মুক্তিবাহিনী আসেনি বা গড়ে ওঠেনি, তখন পর্যন্ত বুধা একাই যুদ্ধ করেছে। আহাদ মুন্সির বাড়ি দুবার পুড়িয়েছে। রাজাকার কমান্ডারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। কিন্তু বুধার মতো ছোট কারও দ্বারা এত বড় কাজ সম্ভব হবে— এটা রাজাকাররা ভাবতেও পারেনি। তারা ভেবেছে যে, রাতে মুক্তিযোদ্ধারা এসে আগুন লাগায়। তাই নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য তারা সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করে। প্রশ্নোক্ত লাইন দ্বারা এটাই প্রকাশ পেয়েছে।
Zayn
“দিন দিন ওদের দাপট বাড়ছে।”- রাজাকারদের এ কথা বলার কারণ হলো তারা মুক্তিযোদ্ধাদের আগমনকে কল্পনা করে ভয় পেয়েছে। বুধাদের গ্রামে যখন পর্যন্ত মুক্তিবাহিনী আসেনি বা গড়ে ওঠেনি, তখন পর্যন্ত বুধা একাই যুদ্ধ করেছে। আহাদ মুন্সির বাড়ি দুবার পুড়িয়েছে। রাজাকার কমান্ডারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। কিন্তু বুধার মতো ছোট কারও দ্বারা এত বড় কাজ সম্ভব হবে— এটা রাজাকাররা ভাবতেও পারেনি। তারা ভেবেছে যে, রাতে মুক্তিযোদ্ধারা এসে আগুন লাগায়। তাই নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য তারা সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করে। প্রশ্নোক্ত লাইন দ্বারা এটাই প্রকাশ পেয়েছে।