বুধার সমবয়সী মিঠু যুদ্ধে মারা যায়। তাই বুধার ভাত খাওয়া দেখলে মিঠুর মায়ের কষ্ট কমে যায়। মিঠু আর মধু দুই ভাই। মিঠু যুদ্ধে যোগ দেওয়ার কারণে পালিয়ে বেড়ায়। আর মধুকে হানাদাররা ব্রাশফায়ার করে, আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ছেলের শোকে তার মা কাতর। বুধা মধুর সমবয়সী বলে মিঠুর মায়ের সামনে বসে ভাত খেলে তাকে মিঠুর মতোই মনে হয়। তাই মিঠুর মায়ের কষ্ট কমে যায়।
Zayn
বুধার সমবয়সী মিঠু যুদ্ধে মারা যায়। তাই বুধার ভাত খাওয়া দেখলে মিঠুর মায়ের কষ্ট কমে যায়। মিঠু আর মধু দুই ভাই। মিঠু যুদ্ধে যোগ দেওয়ার কারণে পালিয়ে বেড়ায়। আর মধুকে হানাদাররা ব্রাশফায়ার করে, আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ছেলের শোকে তার মা কাতর। বুধা মধুর সমবয়সী বলে মিঠুর মায়ের সামনে বসে ভাত খেলে তাকে মিঠুর মতোই মনে হয়। তাই মিঠুর মায়ের কষ্ট কমে যায়।